• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ০৯:২৬:৩৫ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ০৯:২৬:৩৫ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজ ছাত্রদলের দুই গ্রুপের মারামারি, আহত ১

৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৭:৩৫

তিতুমীর কলেজ ছাত্রদলের দুই গ্রুপের মারামারি, আহত ১

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের নেতৃত্বে আরেক যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইন ও তার অনুসারীদের উপর রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসএম শাকিল নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। ৪ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে শাকিল চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রকর্মী এসএম শাকিল জানান, আমি ও আমার বন্ধুরা মিলে ওভার ব্রিজের উপর বসে একজনের সঙ্গে কথা বলছিলাম। তখন জিহাদ হাওলাদারের অনুসারী ফয়সালা ও তার বন্ধুদের ওই জায়গা থেকে সরে যেতে বলি। এ নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে তারা চলে যায়। কিছুক্ষণ পরে, আমরা শাকিল চত্বরে অবস্থান করার সময় জিহাদ হাওলাদারের নেতৃত্বে ২০ জনের একটি দল আমাদের উপর হামলা চালায়। এতে রিমু ভাইও আহত হন। আমার পায়ে রড দিয়ে পাঁচটি আঘাত করা হয়। আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছি।

অভিযোগ অস্বীকার করে যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার বলেন, ক্যাম্পাসের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি। কলেজের সামনে শাকিল চত্বরে আমার ছোট ভাইদের সঙ্গে হাতাহাতির একটি ঘটনা ঘটে। আমি সেখানে গিয়েছিলাম বিষয়টি মীমাংসা করতে, যেহেতু এটি ছোট ভাইদের মধ্যকার একটি ঘটনা।

প্রথমে মারামারির অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের অনুসারী ফয়সাল আলম ঘটনা শিকার করে বলেন, সে ওভারব্রিজের উপর ছিনতাই করছিল। ছিনতাই করতে বাধা দেওয়ায় প্রথমে সে গালাগালি করে এবং পরবর্তীতে বাদাম ভাজার ঘুটি নিয়ে আমাদের মারতে আসে। শাকিল এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে রিমুর আশ্রয়ে ক্যাম্পাসে রাজনীতি করছে।

এ বিষয় জানতে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইনকে একাধিক বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, এ ঘটনা সম্পর্কে আমি এখনো কিছু শুনিনি। তবে ঘটনার প্রমাণ পাওয়া গেলে এবং তা সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭০
৬ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১২:৩৮


ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা
৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:২২