হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (Chinese Academy of Sciences-CAS) এর অধীনে ২০২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ (PIFI) পুরস্কার লাভ করেছেন। রসায়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
এ সম্মাননা হাবিপ্রবির গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গবেষণার মান ও সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ (PIFI) হলো একটি উচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার, যা চাইনিজ একাডেমি অব সায়েন্স কর্তৃক বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীদের জন্য প্রদান করা হয়। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস চীন সরকারের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম প্রধান গবেষণা সংস্থা, যা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
প্রফেসর ড. মো. এনামউল্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অস্ট্রিয়ার ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণায় অংশগ্রহণ করছেন এবং তাঁর গবেষণার ফলস্বরূপ ৮৫টি পেপার বিখ্যাত পিয়ার রিভিউ জার্ণালে প্রকাশিত হয়েছে।
এই পুরস্কার প্রফেসর ড. মো. এনামউল্যার দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবে অত্যন্ত গৌরবময় এবং এটি বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে একটি বড় অর্জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available