তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ইসলামি শিক্ষা বিভাগের প্রথম (২০২২-২৩) বর্ষের ভাইভায় পুরো নাম্বার দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার বিভাগের প্রথম বর্ষের ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। সেসময় অফিস সহকারী জাহিদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
অভিযোগকারী শিক্ষার্থীরা বলেন, ভাইভায় পুরো নাম্বার দেওয়ার জন্য ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। অন্য কলেজ থেকে শিক্ষকরা আসবেন, সেটার খরচ হিসেবে এ টাকা নেওয়া হয় বলে জানানো হয়েছে।
ভাইভা সংক্রান্ত জটিলতায় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, শিক্ষকরা সরাসরি টাকা নেননি, তবে সিআরের (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) মাধ্যমে টাকা দেওয়ার কথা বলেছেন। ভাইভার দিন এসে দেখি, অফিস সহায়ক জাহিদ টাকা তুলছেন।
এ বিষয়ে অফিস সহায়ক জাহিদ বলেন, ভাইভার জন্য টাকা নেওয়া হয়নি। কে বলেছে টাকা নেওয়া হয়েছে?
ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাঈদ মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ভাইভায় নাম্বার দেওয়ার বিষয়ে আমি কারও সঙ্গে কথা বলিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই নাম্বার দেন। আমরা শুধু পাস নম্বর দেওয়ার জন্য সুপারিশ করতে পারি, তবে সেটাও সবসময় রাখা হয় না।
বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, ভাইবার জন্য তো এক টাকাও নেওয়ার কথা না। আমি সন্ধ্যা পর্যন্ত কলেজে ছিলাম। প্রথম বর্ষের ভাইবায় টাকা নেওয়া হচ্ছে, কেউ জানালে সাথে সাথে বিষয়টা দেখতে পারতাম। তিনি আরও বলেন, বিষয়টা সত্য নাকি মিথ্যা সেটা আগে দেখতে হবে। সত্য প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামি শিক্ষা বিভাগের প্রথম (২০২২-২৩) বর্ষের শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন। তথ্য মতে, ১২০ জনের ভাইবায় অংশগ্রহণের কথা জানা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available