• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ০৮:৫২:৫৫ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ০৮:৫২:৫৫ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মেরিটাইমে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১

১০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৫:১৮

মেরিটাইমে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১

বিএমইউ প্রতিনিধি: লুকিয়ে নারী শিক্ষার্থীদের ওয়াশরুম থেকে ভিডিও ধারণের সময় হাতেনাতে ধরা পড়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আশরাফুজ্জামান নূর রিজভী নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের দ্বিতীয় তলায় ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে সে। পরবর্তীতে তার মোবাইল তল্লাশি করে ধারণকৃত কিছু অশ্লীল ভিডিও পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ওই শিক্ষার্থী ভিডিও করার বিষয়টি স্বীকার করে এবং এই জঘন্য কাজে বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থীর জড়িত থাকার কথা উল্লেখ করে। তবে সে দুজন শিক্ষার্থী কারা সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে ধরে মারধর করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব হয়েছে এবং দাবি তুলেছে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে দায়ী শিক্ষার্থী রিজভীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে নোটিশ জারি করতে হবে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দ্রুততম সময়ে তদন্ত সাপেক্ষে এর সত্যতা নিশ্চিত করে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপীসহ বাংলাদেশি আটক
১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১৩