তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের প্রথম দিনে কলেজ মাঠ প্রাঙ্গণে ২২টি বিভাগের স্টল স্থাপন করা হয়। মেলায় প্রদর্শনী হিসেবে ছিল বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা, বই, পোশাক সামগ্রী, শাড়ি, ফল-ফুল, হোমমেড আচার, কসমেটিকস এবং সাংস্কৃতিক কার্যক্রম।
১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল। সঙ্গে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম কামাল উদ্দিন হায়দার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যক্ষ শিপ্রা রানী মণ্ডল বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি।
তারুণ্য উৎসবের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এ এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিলা বলেন, তারুণ্যের এই আয়োজন আমাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করে।
অন্য এক শিক্ষার্থী বলেন, এ মেলায় অংশগ্রহণ করে আমরা জানতে পারছি, কীভাবে আমাদের সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করা যায়। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে আমরা তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা পাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available