বাকৃবি প্রতিনিধি: শিক্ষার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং র্যাগিং বন্ধের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো ‘ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা’ এবং ‘গণরুম-গেস্টরুম কালচারসহ সকল ধরনের র্যাগিং বন্ধ করা।’
বক্তারা জানান, গত পাঁচ বছরে ছাত্রলীগের গেস্টরুম কালচারের কারণে শিক্ষার্থীদের দমবন্ধ অবস্থার মধ্যে দিন কাটাতে হয়েছে। তারা অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের পরও এই সংস্কৃতি নতুন করে দেখা দিচ্ছে। যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। যদি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে শিক্ষার্থীরা কোথায় নিরাপত্তা পাবে?
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তারা স্মারকলিপি জমা দিয়েছে। পরবর্তীতে ছাত্রবিষয়ক উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available