বাকৃবি প্রতিনিধি: গবেষকদের গবেষণাপত্র মানসম্মত জার্নালে প্রকাশনার ওপর ভিত্তি করে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে থাকে স্কোপাস ইনডেক্স জার্নাল। এবছর জানুয়ারিতে প্রকাশিত র্যাংকিংয়ে বাকৃবির সেরা গবেষক হিসেবে দশজন গবেষকের তালিকা প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে মানসম্মত জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যার ভিত্তিতে তালিকায় স্থান পেয়েছেন বাকৃবির নয়জন শিক্ষক ও একজন সাবেক শিক্ষার্থী। বিষয়টি ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে জানিয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন।
স্কোপাস ইনডেক্স জার্নাল অনুযায়ী, এ বছর বাকৃবির সেরা গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান (২০২৪ সালে তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ২০)। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১৮) ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান (১৮)।
তালিকার বাকি গবেষকেরা হলেন- একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন ও অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের বাকৃবির সাবেক ছাত্র মো. ইমরান হোসাইন এবং অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা গবেষকেরা তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছেন। আমি প্রত্যাশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জন আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, বাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available