• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ রাত ১০:০৮:০২ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা মাঘ ১৪৩১ রাত ১০:০৮:০২ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বহিরাগতের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

১৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫৬:২৯

বহিরাগতের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থী বহিরাগত আর এক শিক্ষার্থীর হামলার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানেই সমাবেশ করে তারা।

এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, আমরা মনে করি, বিশ্ববিদ্যায় বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় চলে, এখানে বাংলাদেশের মানুষ আসবে এটা আমরা প্রত্যাশা করছি এবং আমরা তাদেরকে কোনো বাধাও দিচ্ছি না কিন্তু মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কোনো পার্ক না। কিন্তু বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্ক এবং বারের মতো করে ব্যবহার করে। এটা অনেক লজ্জার। বহিরাগতরা ক্যাম্পাসে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আমরা এই সকল ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এজন্য যা যা করা দরকার তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করার আহ্বান জানাচ্ছি।

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, আমরা হুসনি মুবারকের উপর হওয়া এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারী উগ্রতা ও কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে প্রতিয়মান করে। আমরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি, যাতে পরবর্তীতে কেউ এমন সাহস করতে না পারে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি ফিল্ডওয়ার্কের সময় হুসনে মুবারক ও তার সহপাঠীরা দুইজন বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি সহকারী প্রক্টরকে জানালে বহিরাগত শিক্ষার্থী ছিবগাতুল্লাহ আল ছামি তার ওপর অতর্কিত হামলা চালায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ১ মাসের জেল
১৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫২:৪২








ফকিরহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
১৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৭:৪২