জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইংরেজি নববর্ষে শিক্ষার্থীদের মদ্যপানে বাধা দেয়ায় প্রক্টরিয়াল টিমকে অতি-প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়েছেন শিক্ষকদের একাংশ।
১৭ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনাবলির পরিপ্রেক্ষিতে মির্জা তাসলিমা সুলতানা, স্বাধীন সেন, এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, রায়হান রাইন, আইনুন নাহার, শরমিন্দ নীলোমি, সৈয়দ নিজার আলম, রেজওয়ানা করিম স্নিগ্ধা, ধীমান সরকার ও মাহমুদা আকন্দ গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বর্ষবরণের প্রাক্কালে ধর্ম বিশ্বাসের ভিন্নতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপেক্ষা করে ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীকে মদ্যপানের অভিযোগে আটক এবং কোনো তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় তাদের ছবি ও নাম প্রকাশ করার মাধ্যমে প্রক্টরিয়াল টিম তাদের 'অতি-প্রতিক্রিয়াশীল, অসংবেদনশীল মানসিকতা' প্রদর্শন করেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এহেন মোরাল পুলিশিং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যর্থতা ঢাকবার অপপ্রয়াস বলেই বোধ হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের নামে শিক্ষার্থীদের চলাফেরা ও ব্যক্তিস্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবা-রাত্রির যেকোনো সময় সকল শিক্ষার্থীর নিরাপদ অবস্থান ও চলাফেরা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। নিরাপত্তা বিধানের নামে শিক্ষার্থীদের চলাফেরা ও হলের বাইরে অবস্থান করার সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি ব্যক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তার অধিকার ক্ষুণ্ন করার শামিল।
তাদের বক্তব্যের বিরোধিতা করে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন,আমরা যা করেছি তা ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশ মোতাবেক করেছি৷ এটাই আমাদের স্পষ্ট কথা। আমাদের সহকর্মীদের মতামতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু অপ্রতিকার ঘটনা এড়াতে থার্টি ফাস্ট নাইটে আমরা করেছি তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক করেছি।
তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযানের আগে এক প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারি কিংবা থার্টি ফাস্ট নাইটে কি কি করা যাবে কিংবা কি কি করা যাবে এই সম্পর্কে শিক্ষার্থীকে অবগত করা হয়েছিলো । ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের যা বিধি বিধান অনুযায়ী সামনেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে৷ আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে কেউ পরিবেশের ব্যত্যয় ঘটালে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available