তিতুমীর কলেজ প্রতিনিধি: ছাত্রদল পরিচয়ে নারী সাংবাদিকসহ তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
১৯ জানুয়ারি রোববার বেলা ১২টায় সতিকসাসের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সতিকসাসের সভাপতি সাহেদুজ্জামান সাকিব বলেন, কার্যালয়ে ঢুকে নারীসহ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার ঘটনায় আজকে আমাদের মানববন্ধন করার কথা ছিল। তবে এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ প্রশাসন তদন্ত কমিটি গঠন করায় মানববন্ধন আপাতত স্থগিত করা হয়েছে। তবে, এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
কার্যালয়ে এসে সাংবাদিকদের হেনস্তার ঘটনা সত্য সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, কোনো সংবাদের বিষয়ে কারো আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদলিপি দেওয়া যেতে পারে। কিন্তু দলবল নিয়ে সাংবাদিকদের জিম্মি করে জবাবদিহি চাওয়া ও জোরপূর্বক ভিডিও ডিলিট করানো গণমাধ্যমের গলা টিপে ধরার শামিল।
এ সময়, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সুশৃঙ্খল থাকতে ও সঠিক তথ্য পরিবেশনে ক্যাম্পাস রিপোর্টারদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ এর কার্যক্রমে ছাত্রদল পন্থীর হট্টগোলের ভিডিও সতিকসাসের পেইজে প্রকাশ করায় সতিকসাসের কার্যালয়ে হট্টগোল ও নারী হেনস্তার ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মী। পরে ১৮ জানুয়ারি শনিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযুক্ত দুজনকে কারণ দর্শানোর নোটিশ ও ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একইসাথে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available