• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৪৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:৪৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার চার গবেষক

২১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৯:১০

হাবিপ্রবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার চার গবেষক

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত ‘বাংলাদেশি কৃষি ব্যবস্থায় কৃষক এবং উপদেষ্টাদের জন্য সমন্বিত আগাছা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অস্ট্রেলিয়ার চার গবেষক অংশগ্রহণ করেছেন।  

২১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন। কর্মশালায় কৃষি অনুষদের সিনিয়র প্রফেসরবৃন্দ এবং পিএইচডি অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ।  

কর্মশালায় অস্ট্রেলিয়ার গবেষকরা সমন্বিত আগাছা ব্যবস্থাপনার সফলতা, নিরাপদ ভেষজ নাশক ব্যবহারের পদ্ধতি এবং বাংলাদেশে আগাছা নিধনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। প্রফেসর ডিয়ার্ড্রে লেমেরলে সমন্বিত আগাছা ব্যবস্থাপনার সফলতা তুলে ধরেন, ড. হান ওয়েন উ নিরাপদ ভেষজ নাশকের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন এবং প্রফেসর ড. মো. আসাদুজ্জামান আসাদ বাংলাদেশে আগাছা সমস্যা ও আধুনিক প্রযুক্তি নিয়ে বক্তব্য রাখেন।  

আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ বলেন, আজকের এ প্রশিক্ষণ হাবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা এবং অ্যাকাডেমিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফটিকছড়িতে ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ
২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১১:০৯