• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ সকাল ১০:০৪:৩৩ (27-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ সকাল ১০:০৪:৩৩ (27-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সুইসাইড নোট লিখে জবি ছাত্রীর আত্মহত্যা

২৬ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৬:১০

সুইসাইড নোট লিখে জবি ছাত্রীর আত্মহত্যা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম আবর্তনের সাবরিনা রহমান শাম্মী নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আজ ২৬ জানুয়ারি রোববার ভোর ৪টার পর রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শাম্মী পড়াশোনায় খুব ভালো ছিল, তবে সহপাঠীদের সাথে খুব একটা মিশতো না। তাকে দেখে মনে হতো, সে সবসময় ডিপ্রেশনে ভুগছে। গত ৮ জানুয়ারি থেকে ক্লাস শুরু হলেও সে শুধু এক দিন ক্লাস করেছে।

বিভাগের আরেক শিক্ষার্থী শাকিল হাসান জানান, শাম্মীকে মাঝে মাঝে ফোনে কথা বলতে দেখতাম। কখনো কখনো সে কান্নাকাটি করত। মনে হয় কোনো প্রেমঘটিত বিষয় ছিল। তবে আমাদের সাথে এ বিষয়ে কোনো কথা বলেনি।

এদিকে গতকাল ২৫ জানুয়ারি শনিবার তার ছোট বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যায়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমরা খবর পেয়েছি। শিক্ষার্থীর একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। তবে সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারাও কোনো অভিযোগ করেননি এবং মরদেহের ময়নাতদন্ত করতেও চাননি।

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে জখম
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৬:০০







আজ সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা অবরোধ
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৫:২৯