নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অফিস ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।
২৬ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অংশগ্রহণে ‘এডভান্সড কম্পিউটার ট্রেনিং ফর অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মোবাইল অ্যাপস্ ল্যাব কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা যদি আমাদের কাজগুলো করতে পারি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি এগিয়ে নিতে পারবো। আপনাদের কারণে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর লেভেলের কাজের গতি স্থবির হয়ে যাক সেটা আপনারাও চান না, আমরাও চাই না। এক্ষত্রে আপনাদের কাজের সীমাবদ্ধতা দূর করার জন্যই আমরা সাধ্যমত চেষ্টা করছি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, ড. মোহাম্মদ আমজাদ হোসেন এবং একই বিভাগের প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available