• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৬:২৭ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৬:২৭ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০

২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৬:৪৪

ইবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০

ইবি প্রতিনিধি: বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমনের সাথে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উক্ত দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে প্রক্টর ও এক শিক্ষকসহ উভয় বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী।

১ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বটতলা ও ডায়না চত্বরে আইন ও আল ফিকহ্ ও লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করা ডাবল ডেকার বাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরবর্তীতে এ বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে সুমনের ডাকে আইন ও রাকিবের ডাকে আল-ফিকাহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অনুষদ ভবনের প্রক্টর অফিসে নিয়ে প্রায় ২ ঘণ্টা পর বিষয়টি সমাধানের করেন। 

পরে মধ্যরাতে উভয়পক্ষ থেকে হইহুল্লোড় শুরু হলে তা এক পর্যায়ে মারামারিতে গড়ায়। কয়েক দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে জুবায়ের, কবির, বাধন, আকাশ, রাকিবসহ উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মারামারি থামাতে গিয়ে দুইজন শিক্ষক প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আহত হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে আমরা বাসের মধ্যকার ঘটনার সমাধান করেছি। এর পর মারামারির যে ঘটনা ঘটেছে তা নিয়ে আগামীকাল আমরা বসে সিদ্ধান্ত নিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৩৫:৫৭