তিতুমীর কলেজ প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ব ইজতেমার গুরুত্ব বিবেচনা করে সাময়িকভাবে তাদের ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছে।
২ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সংগঠক, ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।
তিনি বলেন, আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে কারণে আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছি। তবে নর্থ সিটির অন্যান্য সড়কে আমাদের ব্লকেড কর্মসূচি চলবে।
আলি আহমদ আরও বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি দীর্ঘ ২৮ বছরের। নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা সবকটি যথাযথ মাধ্যম ব্যবহার করেও কোনো প্রতিক্রিয়া পাইনি। নিরুপায় হয়েই আমরণ অনশন শুরু করি, যা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। কিন্তু এখনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। আমাদের ৩৫ হাজার শিক্ষার্থী দেখছে, তাদের ভাইয়েরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, অথচ কোনো সিদ্ধান্ত আসছে না। তাই তারা ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available