নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নাজিরের ৮২তম শাহাদাৎ বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া মাহফিল ও পরবর্তীতে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওমর কাদির, চেয়াারপার্সন রাবেয়া আক্তার, সেন্টার ফর গভর্নেন্স ও ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
উপস্থিত বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও ঢাকা মেডিক্যালের পুরাতন ভবনকে শহীদ নজিরের নামে নাম করন, তার নামে রাষ্ট্রীয় পুরস্কার চালু ও স্বীকৃতি, ঢাকার নাজিরা বাজারে তার নামে লাইব্রেরিটি পুনঃ.প্রতিষ্ঠা , ফেনীর নাজির রোডকে পুনঃ.নামকরনসহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন।
শহীদ নাজিরের পরিচয়. ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই নাজির আহমেদ। তিনি ছিলেন তৎকালীন মুসলিম লীগের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট লীগের (ছাত্রলীগ) নেতা।
নাজির আহমেদ অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের নোয়াখালী জেলার ফেনী মহকুমার (বর্তমান দাগনভূঞা উপজেলার অন্তর্গত) দক্ষিণ আলিপুর গ্রামে ১৯১৮ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৩৯ সালে ফেনী সরকারি কলেজ থেকে আইএ পাস করেন। এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪২ সালে তিনি কৃতিত্বের সঙ্গে সম্মান পরীক্ষার উত্তীর্ণ হন। তিনি পাক্ষিক পাকিস্তান নামে একটি পত্রিকা প্রকাশ করতেন।
এ পত্রিকার সম্পাদনা পরিষদে ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক ও ড. সৈয়দ সাজ্জাদ হোসেন। ১৯৪৩ সালে নাজিরের এম. এ পরীক্ষা দেয়াড় কথা ছিলো, কিন্তু সাম্প্রদায়িক হিন্দু দাঙ্গাবাজদের হাতে নিহত হওয়ায় সেই পরীক্ষা আর দেয়া হয় নাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available