• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ সকাল ১০:৫০:৩৯ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ সকাল ১০:৫০:৩৯ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নবীজিকে নিয়ে কটূক্তি, বিচারের দাবিতে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:০০:০৬

নবীজিকে নিয়ে কটূক্তি, বিচারের দাবিতে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। অভিযুক্ত শিক্ষার্থী হলেন ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র মুয়াজ মুহাম্মদ আরেফিন তালুকদার, যিনি সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত ২ ফেব্রুয়ারি রোববার রাত ৮টার দিকে, যখন জান্নাত নাইমের বাল্যবিবাহ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে মুয়াজ আপত্তিকর মন্তব্য করেন। তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে জি. এম. এ. জি. ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জি. এম. এ. জি. ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান, সহকারী প্রভোস্ট মো. আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শিক্ষকরা অভিযুক্তকে প্রভোস্টের কক্ষে নিয়ে যান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ থেকে তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা
৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩১:৫৪