ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজে জুলাই গণহত্যার ভিডিও এবং ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নির্মম গণহত্যার চিত্র দেখানো হয়।
৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার উদ্যোগে মূল ফটকের সামনে এই ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদ সম্পাদক আ ক ম রফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন এবং সদস্য সচিব সজিব উদ্দিন প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, পতিত স্বৈরাচার যে পরিমাণে গণহত্যা চালিয়েছে সেটা সারাদেশের মানুষ দেখেছে। নতুন প্রজন্মের কাছে এই প্রদর্শনের মাধ্যমে সেই মেসেজ পৌঁছাতে চাই।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় সজাগ থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি কর্মসূচি পালন করে তাহলে তাদের প্রতিহত করা হবে। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে তারা যেন ছাত্রলীগকে প্রতিহত করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দিন বলেন, খুনি হাসিনার কোনো জাতি নেই, কোনো দেশ নেই। আমাদের এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে জানান দিতে চাই, খুনি হাসিনার কোনো দোসর যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। ছাত্রলীগ বাংলাদেশে কোনো কর্মসূচি দেওয়ার রাইটস নেই। বাংলার মাটিতে ছাত্রলীগের কোনো জায়গা হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available