• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৯:১৬ (10-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৯:১৬ (10-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫৯:০২

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও কৃষক সেবা সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এক ধরনের একাডেমিক সেশন। যেকোন বিষয় উপস্থাপনার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক সময় উপস্থাপনার মাধ্যমে নেগেটিভ বিষয়কেও বিতর্কের মাধ্যমে পজেটিভভাবে উপস্থাপন করা যায়। যার পরিবর্তন ও প্রভাব সমাজে লক্ষ করা যায়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক
১০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১১:০৩