• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ সকাল ০৭:০৩:১৪ (10-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৮শে মাঘ ১৪৩১ সকাল ০৭:০৩:১৪ (10-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৫৬:৪৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নতুনভাবে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি শনিবার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এ সময় উপাচার্য জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য তাঁর বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের আহবান জানান।

উপাচার্য আরও বলেন, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিইউএফটি’র ২য় সমাবর্তন অনুষ্ঠিত
৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৪৪:০৯









রায়পুরায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:৩২