ঢাকা কলেজ প্রতিনিধি: পূর্বশত্রুতার জেরে রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
৯ ফেব্রয়ারি রোববার বেলা আনুমানিক ৪টার সময় এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, সিটি কলেজের এক মেয়েকে উতক্তের জেরে আইডিয়াল কলেজের কয়েকজন ছেলেকে রাস্তায় ধরে মারপিট করে সিটি কলেজের ছেলেরা। পরবর্তীতে আইডিয়াল কলেজের ছেলেরা দল বেধে সিটি কলেজে আসলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দীর্ঘক্ষণ ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় সায়েন্সল্যাব এলাকায় দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হয় পথচারীরা।
পথচারীরা বলেন, ‘সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন পর পর সংঘর্ষে জড়ায় আর ভাগোন্তিতে পরে সাধারণ মানুষ। আমরা দেখতে পাই মারামারির সময় প্রশাসন নিরব ভূমিকা পালন করে। আমরা চাই, প্রশাসন শক্ত হাতে এসব মারামারি দমন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available