• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৮:০০ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৮:০০ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিইউপি-মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২১:৪৬

মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিইউপি-মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এর শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও উদ্ধতপূর্ণ সিদ্ধান্ত এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিরপুর-১২ বাস স্ট্যান্ড এরিয়াতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। 'ডাউন উইথ আমেরিকা', 'স্টপ ইসরায়েল' এবং 'ফিলিস্তিনকে মুক্তি দাও' এ ধরনের স্লোগান দিতে থাকে তারা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আমেরিকার আধিপত্যবাদের ইতিহাস এবং ইসরাইলকে সমর্থনের মাধ্যমে সংঘঠিত ইতিহাসের সর্বনিকৃষ্ট গণহত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, আমেরিকা বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আধিপত্যবাদ কায়েম করে আসছে এবং ইসরাইলকে সমর্থন করার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। শিক্ষার্থীরা আরও বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১২ থেকে শুরু হয়ে আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা আমেরিকার ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা আমেরিকার আধিপত্যবাদ ও ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা চাই, বিশ্ববাসী জানুক যে আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’

বিইউপি শিক্ষার্থী নুসাইব বলেন, ‘আমেরিকা নিজেদের স্বার্থের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। তারা ইসরাইলকে ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী জোহান বলেন, ‘আমাদের মুসলিম জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকার আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য আমাদের সোচ্চার হতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪