হাবিপ্রবি প্রতিনিধি: এস্পেয়ার বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিটসোমেনিয়া হাবিপ্রবি 3K ম্যারাথন ২০২৫।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এস্পেয়ার বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এস্পেয়ার বাংলাদেশ জানায়, এই ইভেন্টটি এখন পর্যন্ত হাবিপ্রবিতে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য '𝗕𝗲𝘆𝗼𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗳𝗶𝗻𝗶𝘀𝗵 𝗹𝗶𝗻𝗲, 𝗮 𝗻𝗲𝘄 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗮𝘄𝗮𝗶𝘁𝘀.’ বর্তমান চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা শেষ হয়ে গেছে এবং সামনে একটি নতুন, উন্নত বা সম্ভাবনাময় বাংলাদেশ অপেক্ষা করছে। এটি ভবিষ্যতের দিকে আশাবাদী দৃষ্টিভঙ্গি এবং উন্নতির সংকেত দেয়।
এস্পেয়ার বাংলাদেশ আরও জানায়, এ আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন। ম্যারাথনের স্পনসর হিসাবে আছে বাংলাদেশের প্রথম ফিটনেস সোসাল মিডিয়া অ্যাপ ফিটসোমেনিয়া।
উল্লেখ্য, এস্পেয়ার বাংলাদেশ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশের সামাজিক সমস্যার টেকসই সমাধান প্রচারে নিবেদিত। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির লক্ষ্য উদ্ভাবনী, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন করা।
এস্পেয়ার বাংলাদেশের মতে, টেকসই অনুশীলন দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং সামাজিক সুস্থতার গ্যারান্টি দেবে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে এবং সমাজে জীবনযাত্রার মান উন্নত করবে। কমিউনিটি বেস প্রকল্প এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে, বাংলাদেশের নাগরিক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উপকারী পরিবর্তন আনতে কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available