• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:২৩:৩২ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:২৩:৩২ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে ছাত্রদল

১৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫২:৪৪

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল।

১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই ভর্তিচ্ছুদের সহায়তায় স্থাপিত তথ্য সহায়তা ডেস্ক থেকে অভিভাবক ও ভর্তিচ্ছুদের নানা সেবা প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সেবার মধ্যে ছিল, পরীক্ষার কেন্দ্র এবং সিট খুঁজে পেতে সাহায্য করা, অভিভাবকদের বিশ্রাম ও অপেক্ষা সুবিধা, নিরাপদ খাবার পানি সরবরাহ এবং মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা।

এছাড়া পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে জরুরি মোটরসাইকেল সেবা দেওয়া হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল, কলম, পানি ও শুভেচ্ছাপত্র দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতাকর্মীরা।

ঢাবিতে ভর্তি কার্যক্রমে ছাত্রদলের সহায়তায় মোট ১৪ টি বুথ পরিচালিত হয়। এর মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্‌স বিভাগের সামনের ৩নং বুথে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ সভাপতি সৈকত মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান, পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান, কবি জসিমউদদীন হল শাখার ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ