আবু সালেহ্, ঢাকা কলেজ প্রতিনিধি: ১৮৪ বছরের ইতিহাস ঐতিহ্য মন্ডিত দেশের সর্বপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। সব মিলে ২৫টির বেশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে এই কলেজে। বিগত বছরে এ সংগঠনগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্তবুদ্ধি চর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বহুমাত্রিক কাজ করেছে। কিন্তু বর্তমানে নানা সমস্যার কারণে এ কলেজের অধিকাংশ সংগঠনের কার্যক্রম এখন প্রায় বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজটিতে নিবন্ধিত সংগঠন রয়েছে ২০টি। বর্তমানে ৬-৭ টি সংগঠন সক্রিয়ভাবে ক্যাম্পাসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এর তালিকায় থাকা ৪টি সংগঠন সরকারিভাবে অনুমোদিত:- রেড ক্রিসেন্ট, বিএনসিসি, বাঁধন, রোভার স্কাউট ও বিজ্ঞান ক্লাব। দীর্ঘ সময় ধরে বাকি সামাজিক সংগঠনগুলো কার্যক্রম বন্ধ হয়ে আছে। আবার অনেক সংগঠনের নেই সুনির্দিষ্ট কোনো সাংগঠনিক কমিটি। বছরে দুই একটি প্রোগ্রামের সময় দেখা মিলে সংগঠনগুলোর।
আরও জানা যায়, বর্তমানে কলেজটিতে রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস), বিএনসিসি, রোভার স্কাউট, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস), কালচারাল ক্লাব, তরুণ কলাম লেখক ফোরাম নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আবৃত্তি সংসদ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ রুমী সংসদ, গ্রিন ভয়েস, বইবিহঙ্গ, পরিবেশ বিজ্ঞান ক্লাব, মিউজিক ক্লাব, নাট্যমঞ্চ, অ্যাডভেঞ্চার ক্লাব, নেচার স্টাডি ক্লাব, বিভিন্ন বিভাগভিত্তিক অ্যাসোসিয়েশন সংগঠনসমূহের কার্যক্রমে নিষ্ক্রিয়তা দেখা যায়।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কলেজ প্রশাসন থেকে পৃষ্ঠপোষকতা ও নিয়মিত তত্ত্বাবধানের অভাব, পর্যাপ্ত ফান্ড ও অফিসের অভাব। একাডেমিক ক্যালেন্ডার না থাকা ও নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের সংকট, ক্লাব সংগঠনগুলোতে যোগ্য নেতৃত্বের অভাবে ক্যাম্পাসে সামাজিক সংগঠনগুলো দক্ষতা উন্নয়নে সহশিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
‘কলেজের সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম সংকটের কারণ মূলত দুইটি। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাব এবং নিয়মিত তত্ত্বাবধানের অভাব। একটি সংগঠন পরিচালনার জন্য যে পরিমাণ আর্থিক এবং অবকাঠামোগত সহযোগিতা প্রয়োজন হয় তা এই ক্লাবগুলো তেমন একটা পায় না এমনটাই মন্তব্য করেছেন’, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন।
তিনি বলেন, ‘নিয়মিত তত্ত্বাবধানের মধ্যে না থাকলে যেকোনো সংগঠনের গতিশীলতা নষ্ট হয়। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বে থাকা শিক্ষকদের এবং সাবেক সদস্যদের নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান। পাশাপাশি সংগঠনের সদস্যদের সাংগঠনিক দক্ষতাও গুরুত্বপূর্ণ। সাংগঠনিক দক্ষতার অভাবে সংগঠন অনেক বেশি পিছিয়ে পড়ে।’
তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার সভাপতি রাকিব হাসান বলেন, সংগঠনগুলোর বিভিন্ন ক্ষেত্রগুলোতে ঢাকা কলেজের নেতৃত্ব প্রদান করে। সুতরাং, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর গতিশীলতা আনা প্রয়োজন। গতিশীলতা বৃদ্ধির জন্য সংগঠনগুলোকে একাডেমিক কার্যক্রম অনুযায়ী তাদের কর্মসূচিকে সাজাতে হবে এবং ক্যাম্পাস কার্যক্রমে সক্রিয়তা বজায় রাখতে হবে। কলেজ প্রশাসনকেও একইভাবে এগিয়ে আসতে হবে এবং সংগঠন বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কলেজ ফান্ডের একটি নির্দিষ্ট অংশ এ সকল সংগঠনের মাঝে বণ্টন করতে হবে ও আলাদা রুমের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
সামাজিক সংগঠনগুলোর এমন করুণ অবস্থার বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আমাদের ক্লাস রুমের তীব্র সংকট। সেখানে সংগঠনগুলোকে অফিস দেব কীভাবে? কলেজের আরবি ও পরিসংখ্যান ডিপার্টমেন্টে পাঁচ ইয়ারে একটা বা দুইটা করে রুম আছে। কোনো ডিপার্টমেন্টে চারটা রুম নেই। সামাজিক সংগঠনগুলোকে সাধ্যানুযায়ী যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুকু করি। খাতের বাইরে গিয়ে সহযোগিতা করার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে সামাজিক সংগঠনের কাজ গতিশীল করতে বিশেষ সুবিধা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের দরকার একটি টিএসসি ও বড় হল। এগুলো হলে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।’
এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম রফিক উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ‘ছাত্র জীবনে মানুষ হিসেবে গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনগুলোর মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা যায়। যা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সামাজিক সব সংগঠনকে সাহায্য করা সম্ভব না। কারণ আমাদের কলেজ সরকারি প্রতিষ্ঠান। সরকারি কলেজে অনেক বিধিবিধান মেনে চলতে হয়। চাইলেই যে কাউকে সাহায্য করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমাদের অবকাঠামোগত সংকটের কারণে সবাইকে রুম দেওয়াও সম্ভব হয়ে উঠছে না। অধ্যক্ষ স্যারের সাথে কথা বলবো দেখি কীভাবে সামাজিক সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করা যায়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available