• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৭ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৫৪:৪৭ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:১৭:৪০

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

বুটেক্স প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাওসিক জারিফ সিয়াম, সহ-সভাপতি মো. রাবী সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

আজকের দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘১৯৫২ সালের এই ঐতিহাসিক দিনে আমাদের অকুতোভয় শহীদরা রক্ত ঝরিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৪৪