• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৫৯:৪০ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৮:৫৯:৪০ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইবিতে বই মেলার উদ্বোধন

২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৬:৫৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইবিতে বই মেলার উদ্বোধন

ইবি প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এবারের বই মেলায় দেখা মিলছে বিভিন্ন বিভাগ ও সংগঠনের ৫০ টি স্টল। অনুষদ ভবনের পার্শ্ববর্তী আমবাগানে আগামী রবিবার পর্যন্ত চলবে এ মেলা।

এসময় উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইটসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, একুশে বই মেলা আমাদের প্রাণের বই মেলা। আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। বইমেলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আপনারা জানেন, ২৪ শের জুলাই বিপ্লব স্লোগান ছিল মেধা, মেধা, মেধা। মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে শিক্ষাঙ্গণ গুলো অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ থাকবে। আমি আশাকরি বইমেলা সুন্দরভাবে সমাপ্ত হবে।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’
২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৪৪