• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:৫৯:১৪ (28-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:৫৯:১৪ (28-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:২৬

ঢাকা কলেজে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছিল রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের মতো কর্মশালা বাংলাদেশ বেতারের উপস্থাপিকা নাহিদ শিউলির সেশনের মাধ্যমে শুরু হয়।

এর আগে বুধবার ঢাকা কলেজের অধ্যক্ষ এটিএম ইলিয়াস দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন। এ দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ সংবাদদাতা কামরুজ্জামান, এএফপির ফ্যাট চেক এডিটর কদরুদ্দিন শিশির, বাংলাদেশ টাইমসের লিড মোজো জার্নালিস্ট সাব্বির আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, bdnews24 এর সম্পাদক লুৎফর রহমান হিমেল। সভাপতি হিসাবে ছিলেন দেলোয়ার হোসাইন সভাপতি ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও সঞ্চালাক ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা।

প্রধান অতিথির বক্তব্যের শফিকুল আলম বলেন, সামনের দিনগুলোতে সিদ্ধান্ত হবে আমরা কেমন বাংলাদেশ চাই। ‘কেমন বাংলাদেশ চাই’ এই নিয়ে আপনারা ডিবেট করবেন। ডিবেট শুধু ভার্সিটিতে নয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছেলে মেয়েরাও অংশগ্রহণ করবে, এটা খুবই এসেনসিয়াল। আমরা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই তারা কেমন বাংলাদেশ চায়। আপনারা মনে করবেন না আমাদের কাজ জুলাই আন্দোলনে শেষ হয়েছে। নির্বাচন ডিসেম্বর অথবা আগামী মার্চ মাসের মধ্যে হবে। তবে এর আগে এই ডায়লগগুলো জানতে চাই। এই ডায়লগগুলোর মাধ্যমে শুধু আমরা আপনাদের কাছে মেসেজ পাব তা নয়। আপনারাও জানবেন, একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়। কেমন করলে দেশে সবার অধিকার অক্ষুণ্ন থাকে এবং সবাই হারমনির সাথে বাঁচতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনুষ্ঠিত হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৭:৫৭