• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:০১:৪৪ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:০১:৪৪ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে ইয়ুথ সামিট ২০২৫ অনুষ্ঠিত

১ মার্চ ২০২৫ সকাল ১০:০২:২৫

হাবিপ্রবিতে ইয়ুথ সামিট ২০২৫ অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইয়ুথ সামিট ২০২৫’। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ-এর আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল 'পলিসি এবং লিডারশিপ'।  

সামিটে নীতি সুপারিশ ও ফলাফল, নেতৃত্ব এবং সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন সেশন আয়োজন করা হয়। বিশেষভাবে, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, গণতন্ত্র ও যুব-রাজনীতি এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সেশন শেষে অংশগ্রহণকারীরা এই বিষয়গুলোর উপর গ্রুপ প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনায় অংশ নেন।  

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘এই সামিটে আমাদের নীতি নির্ধারণ ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে শিখিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খুঁজতে পেরেছি। এটি আমাদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।’

এ বিষয়ে ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা তরুণরা দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ গঠনের জন্য নীতি নির্ধারণ ও নেতৃত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ুথ সামিট ২০২৫ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নীতি নির্ধারণের প্রক্রিয়া, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন করা। আমরা আশাবাদী, এই সামিট তরুণদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









১১তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত
১ মার্চ ২০২৫ সকাল ১১:১৯:৪০