হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইয়ুথ সামিট ২০২৫’। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ-এর আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল 'পলিসি এবং লিডারশিপ'।
সামিটে নীতি সুপারিশ ও ফলাফল, নেতৃত্ব এবং সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন সেশন আয়োজন করা হয়। বিশেষভাবে, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, গণতন্ত্র ও যুব-রাজনীতি এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সেশন শেষে অংশগ্রহণকারীরা এই বিষয়গুলোর উপর গ্রুপ প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনায় অংশ নেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘এই সামিটে আমাদের নীতি নির্ধারণ ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে শিখিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খুঁজতে পেরেছি। এটি আমাদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।’
এ বিষয়ে ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা তরুণরা দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ গঠনের জন্য নীতি নির্ধারণ ও নেতৃত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ুথ সামিট ২০২৫ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নীতি নির্ধারণের প্রক্রিয়া, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন করা। আমরা আশাবাদী, এই সামিট তরুণদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available