• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০২:৫৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:০২:৫৭ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

১ মার্চ ২০২৫ সকাল ১০:৪৫:৩৬

হাবিপ্রবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন যুব কমিটি গঠন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।  

নতুন কমিটিতে রসায়ন বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল গণি প্রধান দলনেতা নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-প্রধান দলনেতা-০১ হিসেবে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মো. আদনান হোসেন পিয়াল এবং সহ-প্রধান দলনেতা-০২ হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের মজিবর রহমান মনোনীত হয়েছেন।  

নবনির্বাচিত প্রধান দলনেতা রাহাতুল গণি বলেন, "২০২০ সালে সাধারণ সদস্য হিসেবে যাত্রা শুরু করেছিলাম, আজ ২০২৫ সালে প্রধান দলনেতার দায়িত্ব পাওয়া আমার কঠোর পরিশ্রমের ফল। বিগত বছরগুলোতে ১০০টিরও বেশি প্রকল্পে সরাসরি অংশ নিয়েছি এবং বিভিন্ন প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি, নতুন কমিটি সকল সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে।"  

সহ-প্রধান দলনেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করছেন এবং সংগঠনের উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করবেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দিনাজপুর জেলা ইউনিটের সহযোগিতা কামনা করেছেন ।  

উল্লেখ্য,২০১৯ সালে প্রতিষ্ঠিত হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দল ক্যাম্পাসে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করে আসছে। জাতীয় দিবস পালন, ভর্তি পরীক্ষায় সেচ্ছাসেবী কার্যক্রম, সচেতনতা প্রকল্প, ক্লিন ক্যাম্পাস কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগে এই সংগঠন কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









১১তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত
১ মার্চ ২০২৫ সকাল ১১:১৯:৪০