ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় স্বৈরাচারীদের সহযোগী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে অপসারণ করে মেধার ভিত্তিতে ঐ পদে একজন শিক্ষককে নিয়োগের দাবি করেন তারা।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বায়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মন্ডল, গোলাম রব্বানী, সাজ্জাতুল্লাহ শেখসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বলেন, গত ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক জায়গায় এখনও আওয়ামী লীগ বা ফ্যাসিস্টরা বসে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অংশ রেজিস্ট্রার । কিন্তু সেটাও ফ্যাসিস্টদের দখলে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষকদের থেকে এ পদে নিয়োগের দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক এস এম সুইট বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের যারা দোসর ছিল বর্তমান প্রশাসন এখনও তাদের পুরোপুরি ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারেনি। ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব অল্প সময়ের মধ্যে নতুন একজন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে। অলরেডি বর্তমান রেজিস্ট্রারকে ছুটিতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সেখানে বলেছি অতীতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এ ব্যাপারেও আশ্বস্ত করেছেন যে তারা উপযুক্ত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে শিক্ষার্থীদের যেকোনো নৈতিক দাবি আমরা বিবেচনা করবো। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই পরবর্তী বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে। অন্যান্য ছাত্র সংগঠনও আছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন ধারার একটি নব উত্থিত আন্দোলনকারী দল এবং তারা এই বাংলাদেশের পরিবর্তন সাধন করেছে তাই আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available