হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কৃষি প্রকৌশল ছাত্র সমিতির (AESA) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী উক্ত বিভাগের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ৩২ সদস্যের কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটিতে সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইরফান খান রাসেল এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছে একই বর্ষের শিক্ষার্থী মো. জাবেদ মজুমদার। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
নবনির্বাচিত ভিপি মো. ইরফান খান রাসেল বলেন, আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ যে, আমাকে কৃষি প্রকৌশল ছাত্র সমিতির (Agricultural Engineering Students' Association) সহ-সভাপতি (Vice President) হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি সংগঠনের উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং কৃষি প্রকৌশলের অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
নবনির্বাচিত জিএস জাবেদ মজুমদার বলেন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি ও গর্ববোধ করছি যে আমাকে কৃষি প্রকৌশল ছাত্র সমিতির (Agricultural Engineering Students' Association -AESA) এর সাধারণ সম্পাদক (General Secretary) নির্বাচিত করা হয়েছে। আমি বিশ্বাস করি, সময়নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা এসোসিয়েশনের মৌলিক কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available