ইবি প্রতিনিধি: সম্প্রতি স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে। ২০২৫ সালের এ র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
১১ মার্চ মঙ্গলবার সিমাগো র্যাঙ্কিংয়ে নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ বছর দেশের মোট ৪৬ টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই র্যাংকিংয়ে। তবে বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইবি।
সার্বিক বিবেচনায় (গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন) সিমাগো র্যাংকিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্বিবদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্রাক বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, সিমাগো ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯ তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান দেশে চতুর্থ। সিমাগোর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপরে রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে (SCImago Institutions Rankings) মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই এই র্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available