বাকৃবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধির উদ্দেশ্যে ওই হলের প্রায় ৮ শত শিক্ষার্থী ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
১১মার্চ মঙ্গলবার (১১ তম রমজান) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্রদল কর্মীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল থেকেই সোহরাওয়ার্দী হলের হ্যালিপ্যাড মাঠ পরিষ্কার-পরিছন্নের কাজ শুরু হয়। পরে বিকেলে হলের সকলকে নিয়ে ওই ইফতার মাহফিল হয়। ইফতারের আগে দোয়ার আয়োজন করা হয়। সম্পূর্ণভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের কর্মীরা নিজেদের এবং তাদের শুভাকাঙ্ক্ষী সিনিয়রদের পরামর্শ ও সহযোগিতায় ইফতার মাহফিলটি আয়োজন করেন।
সোহরাওয়ার্দী হল ছাত্রদলের কর্মী মো. আসাদুজ্জামান নূর সিফাত বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্র বীর প্রতীক এ টি এম খালেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ। সেই হলের ছাত্রদলের কর্মী হিসেবে আমরা চেষ্টা করেছি হলের সকল আবাসিক ছাত্রদের নিয়ে দোয়া এবং ইফতার মাহফিল আয়োজন করতে। আলহামদুলিল্লাহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুবই শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদল হলের সকল আবাসিক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ।
বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, বরকতময় এই মাসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘর হিসেবে প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available