• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৮:৩০ (14-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৮:৩০ (14-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আছিয়ার মৃত্যুতে ইবি শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ

১৪ মার্চ ২০২৫ দুপুর ১২:৩৪:০৭

আছিয়ার মৃত্যুতে ইবি শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ

ইবি প্রতিনিধি: ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

১৩ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রথমে প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তীতে গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, হাসানুল বান্না এবং ছাত্র শিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী। প্রতিবাদকারীরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সমন্বায়ক এস এম সুইট বলেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। বিগত স্বৈরাচার সরকারের সময়ে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কীভাবে তনুকে হত্যা করা হয়েছে। বসুন্ধরার আনভীর মুনিয়াকে ধর্ষণের ঘটনাও আমরা জানি। সরকার কারও বিচার করেনি। তাদের যদি বিচার হতো তাহলে আজকের এই ধর্ষণের ঘটনা দেখতে হতো না।

তিনি আরও বলেন, আশা করি সরকার বর্তমান ঘটনার যথাযথ বিচার করবে। পূর্বে বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল। বর্তমানে তা থাকতে পারে না। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। দেশের সকল অন্যায় অপরাধ প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জে মানববন্ধন
১৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৪