• ঢাকা
  • |
  • সোমবার ৩রা চৈত্র ১৪৩১ সকাল ১০:২৮:০২ (17-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩রা চৈত্র ১৪৩১ সকাল ১০:২৮:০২ (17-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবি ছাত্রদলের ইফতার আয়োজনকে অভিনন্দন জানালো শিবির

১৬ মার্চ ২০২৫ সকাল ০৯:০৫:৫৬

বাকৃবি ছাত্রদলের ইফতার আয়োজনকে অভিনন্দন জানালো শিবির

বাকৃবি প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা শিক্ষার্থীদের নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

১৫ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনে জন্যে বাকৃবি ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

বাকৃবি শাখা শিবিরের সভাপতি ফখরুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ইফতার  আয়োজনের জন‍্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অভিনন্দন। এরকম সুস্থ রাজনৈতিক  প্রতিযোগিতার মাধ‍্যমে আশাকরি আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল‍্যাণে কাজ করে যাবো। দলীয় এজেন্ডা বাস্তবায়নের বাহিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল অন্যান‍্য ছাত্র সংগঠনের উচিত এরকম শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হাতে নেওয়া। আমরা চাই, সকলে মিলে ২৪ এর গণঅভ্যুত্থানে দেখা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের বাকৃবি শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাকৃবিকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে, সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সব ধরনের অন‍্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপোস করবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৩ ভাইয়ের ছুরিকাঘাতে অটোচালক খুন
১৭ মার্চ ২০২৫ সকাল ০৯:৪৭:৩৪