ইবি প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে সংবিধানে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন। বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই ছাত্রদল সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবে। ১৫ মার্চ শনিবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত কুরআন তিলাওয়াত ও গণইফতার মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, রমজান ধৈর্য্য ধারণ ও ঐক্যের মাস। এই মাসে ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে। বিএনপি একটি গণমানুষের দল। তাই এই সকল ভালো কাজের মাধ্যমে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ মানুষের নিকট পৌঁছে দিবে।
এসময় ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, এটা খুবই প্রশংসনীয় একটি আয়োজন। এর আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে গণইফতার আয়োজন করেছে। আজকে ছাত্রদল কুরআন তিলাওয়াত ও গণইফতারের আয়োজন করেছে। ছাত্রসংগঠনগুলোর মাঝে এমন ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা রাজনীতিমুখী হবে। এছাড়া এইসব কাজের মাধ্যমে সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে তাদের পরিচয় তুলে ধরতে পারবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম হয়নি। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available