হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য এবার A ইউনিটে আসনপ্রতি আবেদন করেছেন ৪৮ জন। B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন এবং D ইউনিটে ৭৭ জন করে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে A ইউনিটে ২৫,৪০৬ জন, B ইউনিটে ২২,২৯৫ জন, C ইউনিটে ৬,৮৪৯ জন এবং D ইউনিটে ১৮,৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২,৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বেন ৪১ জন শিক্ষার্থী ।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ৫ মে A ইউনিট, ৬ মে B ইউনিট এবং ৭ মে C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available