• ঢাকা
  • |
  • সোমবার ৩রা চৈত্র ১৪৩১ দুপুর ১২:২৪:০৭ (17-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩রা চৈত্র ১৪৩১ দুপুর ১২:২৪:০৭ (17-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেপরোয়া ড্রাইভিং : অল্পের জন্য প্রাণ রক্ষা পেল জাবি শিক্ষিকা ও মেয়ের

১৭ মার্চ ২০২৫ সকাল ০৮:৫২:৪৪

বেপরোয়া ড্রাইভিং : অল্পের জন্য প্রাণ রক্ষা পেল জাবি শিক্ষিকা ও মেয়ের

জাবি প্রতিনিধি: জাবিতে বেপরোয়া ড্রাইভিংয়ের কবল থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল জাবি বাংলা বিভাগের এক শিক্ষিকা ও শিশুর।

১৬ মার্চ রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় টারজান পয়েন্টে ছোট মেয়েসহ সাইকেল নিয়ে যাচ্ছিলেন বাংলা বিভাগের শিক্ষিকা আমিনা মমি। এসময় বেপরোয়াভাবে ঘুরে আসা একটি গাড়ি ছোট মেয়ের সাইকেলে লাগিয়ে দেয়। এতে গাড়িটির সামনের চাকার নিচে পড়ে যায় সাইকেলটি। পরবর্তীতে রাস্তায় থাকা সাধারণ শিক্ষার্থীরা মিলে গাড়িটি আটকায় এবং প্রক্টরের কাছে অভিযোগ জানায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাবের আমন্ত্রণে এসেছিলো গাড়িটি, গাড়িটর মালিক মো. ইকবাল করিম।

ভুক্তভোগী বাংলা বিভাগের শিক্ষিকা আমিনা মমি জানান, ‘আমি আমার মেয়েসহ রাস্তার পাশ দিয়ে মেয়ের সাইকেল নিয়ে হাঁটছিলাম। এসময় বেপরোয়াভাবে গাড়িটি সাইকেলে লাগিয়ে দেয়। আমি যদি আমার মেয়েকে টেনে না নিতাম, তাহলে বড় ধরনের কিছু ঘটে যেতে পারতো।’

গাড়ির মালিক ইকবাল করিম জানান, ‘গাড়িটি পার্ক করার সময়ই মূলত সাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। প্রক্টর স্যার ঘটনাস্থলে আসার পর বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘হতে পারে সে খেয়াল করেনি কিংবা ব্লাইন্ড স্পটে চলে গিয়েছিলো তাই এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির মালিক ভুল স্বীকার করেছেন। ড্রাইভার সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছে। একই সঙ্গে সাইকেলের ক্ষতিপূরণ বাবদ ৮ হাজার টাকা প্রদান করেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
১৭ মার্চ ২০২৫ দুপুর ১২:১২:২৬





দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
১৭ মার্চ ২০২৫ সকাল ১০:৫২:০৩