• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪০:৪৮ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৪০:৪৮ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মাভাবিপ্রবি গবেষকদের জন্য অনুদান

১৮ মার্চ ২০২৫ সকাল ০৮:৪১:৫২

মাভাবিপ্রবি গবেষকদের জন্য অনুদান

মাভাবিপ্রবি প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গবেষকগণ গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের জন্য সরকারি অনুদান পেয়েছেন। এই অনুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।

মাভাবিপ্রবির অনুদানপ্রাপ্ত গবেষণা প্রকল্পসমূহ ও গবেষকবৃন্দ:

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ: ড. শাহ আদিল ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ‘প্রাকৃতিক উৎস থেকে ব্যাকটেরিয়ার কনজুগেশন প্রতিরোধকারী চিহ্নিতকরণ এবং জিন স্থানান্তর সীমিত করার সম্ভাবনা মূল্যায়ন’ শীর্ষক গবেষণায় ২.৫ লাখ টাকা অনুদান পাবেন। এই গবেষণায় সহযোগী গবেষক হিসেবে আছেন, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক রোকসানা খানম।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ: মো. খায়রুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল মামুনের যৌথ গবেষণা ‘ডেঙ্গু মানবদেহে অঙ্গের কর্মহীনতার উপর ডেঙ্গু সেরোটাইপের ভূমিকা নির্ধারণ এবং সিলিকো, ইন ভিট্রো ও ইন ভিভো গবেষণার মাধ্যমে সম্ভাব্য প্রতিকার অনুসন্ধান’ শীর্ষক গবেষণা পাবে ২.৫ লাখ টাকা অনুদান।

এছাড়া, বিএমবি বিভাগের মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ কামরুজ্জামানের গবেষণা ‘বাংলাদেশে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া রোগীদের ঝুঁকি মূল্যায়ন – XRCC5 জিনের পরিবর্তন বিশ্লেষণ’ পাবে ২.৫ লাখ টাকা অনুদান।

ফার্মেসি বিভাগ: অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল ও বিজিই বিভাগের অধ্যাপক কে. এম. কাদেরি কিবরিয়ার যৌথ গবেষণা ‘বাংলাদেশি জনগোষ্ঠীতে সাইটোক্রোম P450 (CYP) rs 2018024890 জিনের পরিবর্তন এবং করোনারি হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন’ পাবে ৩ লাখ টাকা অনুদান।

চিকিৎসা বিজ্ঞানে: বিজিই বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও সহযোগী অধ্যাপক শাহীন মাহমুদের গবেষণা ‘বাংলাদেশের হেপাটোসেলুলার কার্সিনোমা (এইচসিসি) রোগীদের মধ্যে লেনেভাটিনিব ওষুধের কার্যকারিতা হ্রাস পাওয়ার সাথে মাইক্রোআরএনএ এবং দীর্ঘ নন-কোডিং আরএনএগুলির সম্পর্ক অনুসন্ধান’ পাবে ৫ লাখ টাকা অনুদান।

এছাড়া, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়শা ফেরদৌসীর গবেষণা ‘বাংলাদেশের নারীদের মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সারে BRCA1 এবং BRCA2 জিনের পরিবর্তনের (মিউটেশন) উপস্থিতি এবং এর সাথে রোগের ক্লিনিকাল বৈশিষ্ট্যের সম্পর্ক অনুসন্ধান’ পাবে ৫ লাখ টাকা অনুদান। গবেষণাটিতে সহযোগী গবেষক হিসেবে আছেন বিজিই বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ: ড. মাহবুবুল হক ও হুমায়ূন কবিরের গবেষণা ‘চট্টগ্রাম, বাংলাদেশের সামুদ্রিক মোলাস্কে অর্গানোটিন যৌগের মূল্যায়ন’ পাবে ৩ লাখ টাকা অনুদান।

এছাড়া, ড. তন্ময় রায় তুষার ও নওয়ারা তামান্না মেঘলার গবেষণা ‘বাংলাদেশের পানির উৎস ও পানীয় জলে ১,৪-ডাইঅক্সেন দূষণ – প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন’ পাবে ২.৫ লাখ টাকা অনুদান।

ভৌত বিজ্ঞান গবেষণা: রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আশিস কুমার সরকার ও সহকারী অধ্যাপক মুক্তা দাসের গবেষণা ‘১,৩,৪-থায়াডিয়াজোল যৌগের সংশ্লেষণ ও বৈশিষ্ট্য নির্ধারণ – সম্ভাব্য ক্যান্সার প্রতিরোধী ওষুধ’ পাবে ৫ লাখ টাকা অনুদান।

এছাড়া, সহযোগী অধ্যাপক মো. আবু রাশেদ ও সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের গবেষণা ‘উন্নত বৈদ্যুত্র রাসায়নিক সেন্সর ডিজাইন ও প্রস্তুতি – গ্লুকোজ এবং হাইড্রোজেন পারঅক্সাইড সনাক্তকরণে কার্যকারিতা মূল্যায়ন’ পাবে ৫ লাখ টাকা অনুদান।

এই অনুদান মাভাবিপ্রবির গবেষকদের জন্য বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নত গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি করবে। গবেষকরা আশা করছেন, এসব প্রকল্প দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গবেষণা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মিরপুরে বৃদ্ধ মুয়াজ্জিনকে পিটালেন যুবক
১৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:১২:৪৪