নিজস্ব প্রতিবেদক: আগামী ৫০ বছরে মানবসৃষ্ট পরিবেশ কেমন হওয়া উচিত, বিশেষত বাংলাদেশের-এই প্রশ্নকে কেন্দ্র করে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ শীর্ষক স্থাপত্য বিষয়ক একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটিতে বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে।
বইটিতে ঐতিহ্য সংরক্ষণ, নগর ও গ্রামীণ উন্নয়ন, স্থাননির্মাণ, অন্তর্ভুক্তিমূলক নকশা, দুর্যোগ সহনশীলতা, প্রযুক্তির বিকাশ, ল্যান্ডস্কেপ অবকাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বইটিতে রয়েছে ৪৯টি অধ্যায় যাতে বিশ্বের বিভিন্ন দেশের ৮১ জন গবেষকের লেখা স্থান পেয়েছে।
ওপেন স্টুডিও এবং কনটেক্সটবিডিডটকমের উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়েছে। ওপেন স্টুডিও নকশা ও সংশ্লিষ্ট শাখাগুলোর সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং কনটেক্সটবিডি স্থাপত্য শিক্ষার ও চর্চার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। শাহ সিমেন্ট এই প্রকাশে পৃষ্টপোষকতা করেছে।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন ও বইটির প্রধান সম্পাদক প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।
বইটির গুরুত্ব ও বাংলাদেশের নগর উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জাকিউল ইসলাম।
বইটির প্রকাশনায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছে ড. তানজিল শফিক ও ড. সাইমুম কবির। তারা এই প্রকাশনার পেছনের প্রচেষ্টার গল্পগুলো তুলে ধরেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি এই বইটির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন। বইটি নীতিনির্ধারক, উন্নয়নকর্মী এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের জন্য বইটি দিকনির্দেশনা প্রদান করবে।
অনুষ্ঠানে শাহ সিমেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ চৌধুরী। তিনি বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবন সহায়তায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি স্থপতি, পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, নগরবিদ, শিক্ষাবিদ, নবীন গবেষক, প্রকাশক এবং ইন্ডাস্ট্রি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ মতবিনিময় ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available