• ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৩১:৪৮ (23-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৮:৩১:৪৮ (23-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

২১ মার্চ ২০২৫ সকাল ০৮:২০:৪০

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

২০ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মিছিলটি হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না’ বলে শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বৃত্তাকারে বসে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, যেই আওয়ামী লীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে, তিরিশ হাজারের বেশি আহত করেছে সেই আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে, কোনো ধরনের গড়িমসি করা চলবে না।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শিক্ষার্থী এবি যুবায়ের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো’র সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






উত্তরায় ইএসএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:১০



সুন্দরবনে আগুন, পানি পেতে বেগ
২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:৫৩