• ঢাকা
  • |
  • সোমবার ১০ই চৈত্র ১৪৩১ রাত ০৮:১৮:২০ (24-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই চৈত্র ১৪৩১ রাত ০৮:১৮:২০ (24-Mar-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবির সাবেক দুই ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২৩ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৮:০২

হাবিপ্রবির সাবেক দুই ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. এম. কামরুজ্জামান এবং ড. মু. আবুল কাসেমের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভর্তি বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব বিষয়ে দুদক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ আমলে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ড. মু. আবুল কাসেম ৬ষ্ঠ ভিসি হিসেবে এবং ড. এম. কামরুজ্জামান সপ্তম ভিসি হিসেবে ২০২১ সালের ৩০ জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

দুদক সূত্রে জানা গেছে, ড. আবুল কাসেমসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভর্তিবাণিজ্য, বড় বড় নির্মাণ প্রকল্পে কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ল্যাবে ইকুইপমেন্ট, ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র ক্রয়ে ব্যাপক অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া সদ্য সাবেক ভিসি ড. এম কামরুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘দুদকের দুটি চিঠি হাতে পেয়েছি। এ ছাড়া দুদকের তদন্ত কমিটি আমাদের সঙ্গে দেখা করে দুই সাবেক ভিসির বিষয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নথি চেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় আমরা এপ্রিল মাসটা সময় চেয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২৭ মিনিট পর চালু হলো মেট্রোরেল
২৪ মার্চ ২০২৫ বিকাল ০৫:১৬:৫১