বাকৃবি প্রতিনিধি: সামনের বছর আর কৃষিগুচ্ছে থাকবে না বাকৃবি। তবে সরকার তাও যদি রাখতে চায়, তবে কৃষিগুচ্ছে আগামীবছরও বাকৃবিকে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব পেলে সেক্ষেত্রে আমরা ভেবে দেখবো থাকবো কিনা। এবছর সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে আমরা কৃষি গুচ্ছে থেকেছি। তবে সামনে বাকৃবির কোয়ালিটি নিয়ে আমরা কোনো আপস করবো না। বাকৃবির নেতৃত্বে কৃষিগুচ্ছ পরীক্ষা চললে তবেই কেবল আমরা থাকার চিন্তা করবো অন্যথায় না।
১২ এপ্রিল শনিবার দুপুরে কৃষি গুচ্ছ ভর্তিপরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি আরও বলেন, ১৫ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষায় উপস্থিতও ভালো ছিলো।
উল্লেখ্য, এ বছর গুচ্ছ পদ্ধতিতে ৯টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩ এবং সর্বমোট ৯৪ হাজার ২০ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী রয়েছে। প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছে ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী । ৯টি কেন্দ্রে ও ১৩ টি উপকেন্দ্রে বিকাল ৩ টা থেকে ৪টা একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available