কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ভর্তি পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাইক সার্ভিস সেবা চালু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
১৯ এপ্রিল শনিবার ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় কুবি ভর্তি যুদ্ধের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই কেন্দ্রে ভিড় করতে শুরু করেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর আগ মুহূর্তে ভুল কেন্দ্রে উপস্থিত হন চট্টগ্রাম থেকে আগত মোহাম্মদ ফোরকান। তাৎক্ষণিক তাকে বাইক সার্ভিসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেন সংগঠনটির কর্মীরা।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আশরাফ মুন্না বলেন, ‘আমরা কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে শহীদ জিয়া বাইক সার্ভিস সেবাটি প্রদান করছি। পরীক্ষার আগ মুহূর্তে পুলিশ ফাঁড়ি থেকে কোর্টবাড়ি পর্যন্ত গাড়ির জ্যাম লেগে যায়। সেই মুহূর্তে অনেক পরীক্ষার্থী আটকে পড়েন এবং অনেকে ভুল কেন্দ্রে চলে আসেন। তাদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘শহীদ ওয়াসিম, তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস নামে আমাদের চারটা বাইক সার্ভিস মিলিয়ে ১৬টি বাইক নিয়োজিত ছিল। আমরা আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থীদের সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পেরেছি। পরবর্তী পরীক্ষাগুলোতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available