• ঢাকা
  • |
  • সোমবার ৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৪৮ (21-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৪৮ (21-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা কলেজে মানববন্ধন

২১ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৫৩:৩০

পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা কলেজে মানববন্ধন

ঢাকা কলেজ প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল শাখার নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখা।

২১ এপ্রিল সোমবার বেলা ১২টার সময় কলেজের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল কলেজ শাখার দেড়শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই মানববন্ধনে মিল্লাত হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, " আজকের এই দিনে দাঁড়িয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে শক্তিশালী করার লক্ষ্যে কিছু কূটকৌশল এবং ছাত্রলীগের পুনর্বাসন করার চেষ্টা করছে সেই ছাত্রলীগ গত পরশুদিন যারা জাহিদুল ইসলামকে হত্যা করেছে।

সুদীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্রদল কর্মী নিহত হয়েছে আমরা তাদের বিচারের পাশাপাশি জুলাই আগস্টে খুনি স্বৈরাচারী হাসিনার কর্তৃক যারা নিহত হয়েছে তাদেরও বিচারের দাবি করি। সংগ্রাম যখন চলমান তখন সারীর যোদ্ধা এই জাহিদুল ইসলাম পারভেজ। সেই পারভেজকে যারা হত্যা করে যদি জানান দিতে চায় যে তারা শক্তিশালী তাহলে তারা স্বর্গে বাস করছে। আমি তাদের হুশিয়ার করেও জানান দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে তাদের অবস্থান সুদূঢ় করেছে। "

তিনি আরও বলেন, "আমাদের এই রাজপথের সংগ্রামী আন্দোলন এখানেই শেষ হয়নি কেননা স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় খাপটি মারে বসে রয়েছে। প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী দালালদের হুশিয়ার করে বলতে চাই আপনারা যদি সংশোধন না হন আপনাদেরকে সেই এসি কামরা থেকে বের করে রাজপথে এনে বিচার করা হবে এবং পারভেজের হত্যাকারীদের যদি দ্রুত সময়ের ভিতর বিচার করা না হয় তবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটা ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিচার নিশ্চিত করব। "

মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফাতার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ