• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২৭:৪৮ (22-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২৭:৪৮ (22-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজ শিক্ষার্থী মারধরের শিকার, হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে

২২ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৫৫:৩৭

ঢাকা কলেজ শিক্ষার্থী মারধরের শিকার, হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে

ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর ব্যস্ত এলাকা সায়েন্সল্যাবের ওভারব্রিজের নিচে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাশফিয়ান মৃধা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

২১ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের ওভারব্রিজের নিচে ঘটে এই হামলার ঘটনা। আহত মাশফিয়ান মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর মা বলেন, ‘তিনজন মিলে ছেলেকে নির্দয়ভাবে পিটিয়েছে। তারা ছাত্র না-এটাই আমার ধারণা। কারো গায়ে ইউনিফর্ম ছিল না। হামলার পর ছেলের জ্ঞানও ছিল না।’ তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা জানান, ‘ছুটির পর সায়েন্সল্যাবের ফুটওভারব্রিজ দিয়ে যাওয়ার সময় আমাদের শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে। কারা হামলা করেছে সেটা কেউ জানে না। হামলাকারীদের কোনো ইউনিফর্ম ছিল না। আমরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছি। কলেজের বাহিরে ঘটনা নিয়ে কলেজ প্রশাসন আইনি ব্যবস্থা নিতে পারে না। তবে আমরা তাকে সাহায্য করবো।’

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তারেক লতিফ বলেন, ‘আমরা অলরেডি সিসিটিভি ফুটেজ দেখেছি। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে দেখা গেল ওরা ৩-৪ জন ঢাকা কলেজ শিক্ষার্থীকে মেরে বিসিএসআইআরের দিকে চলে গেছে। আমরা অন্যান্য সিসিটিভি ফুটেজ থেকে চেহারা দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এরপরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরবর্তী সময় থেকে অপরাধীদের ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





‘এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়’
২২ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩৩:৫৬





জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল
২২ এপ্রিল ২০২৫ সকাল ১১:২১:৩৯