খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে টানা দুই রাত, দু’দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এদিকে কুয়েটের বেগম রোকেয়া হলের তালা ভেঙ্গে জোর করে প্রবেশ করেছে ছাত্রীরা। ২২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীরা তাদের হলের তালা ভাঙ্গে।
শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা আল্টিমেটামে কুয়েটের ভিসি পদত্যাগ না করায় ২২ এপ্রিল দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারীরা আমরণ অনশন শুরু করে। দুই রাত মশারী টানিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
অনশন চলাকালে সকাল থেকে রাত পর্যন্ত দফা দফায় কুয়েট শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসেন ছাত্র বিষয়ক পরিচালকসহ শিক্ষকরা। পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। এ ছাড়া কুয়েট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার জন্য আহবান জানান শিক্ষার্থীদের। আন্দোলনরতদের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে তাদের কর্মসূচী অব্যাহত রাখা হয়েছে।
গেল ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচার পত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামে। এরকম পরিস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ থাকার মধ্যেই গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী ৪ মে ক্লাস শুরুর ঘোষণা দেয়া হয়। একই সাথে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। শিক্ষাথীরা এটি প্রত্যাখান করে ১৫ এপ্রিল আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন। পরে ভিসির অপসারণের দাবিতে এক দফা নিয়ে আন্দোলনে মাঠে নামেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available