• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২১:০৬ (23-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:২১:০৬ (23-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের অনশন

২৩ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:২৯:১৪

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের অনশন

ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

২৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক এস এম সুইট। এসময় তার সাথে আরো কয়েকজন শিক্ষার্থী অনশনে যুক্ত হন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ভিসি যে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিলো তার প্রতিবাদে আমরা ভিসির পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এর প্রতিবাদে আমাদের কুয়েটের ভাইয়েরা অনশন কর্মসূচি পালন শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছালেও তিনি পদত্যাগ করেননি। আমরা আমাদের ভাইদের এই কর্মসূচির সাথে সংহতি জানাচ্ছি। এই ভিসি যতক্ষণ না পদত্যাগ করবেন আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।

উল্লেখ্য, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়ে অনশনে বসার ঘোষণা দেন সুইট। ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন ‘কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে  প্রতিবাদ সমাবেশে আমরা বলেছিলাম কুয়েট ভিসি তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছে। তারপরে লম্বা সময় পেরিয়ে গেলেও এর আসু সুরাহা করতে ব্যর্থ হয়েছে কুয়েট প্রশাসন। তারপরে জল অনেক গড়িয়েছে, বর্তমান সময়ে বলছি সকালের মধ্যে  কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি কুয়েটের অনশনকারী সহযোদ্ধাদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আজ অনশনে বসেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ