• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৩:১৩ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ দুপুর ১২:৫৩:১৩ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

অবশেষে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

২৪ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২২:৪৬

অবশেষে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভিসি ড. মুহাম্মাদ মাছুদ ও প্রো-ভিসি ড. শেখ শরিফুল আলমকে  দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুই জনকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেয়া হয়েছে।

২৩ এপ্রিল বুধবার দিবাগত রাত ১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান।

এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।‎

তিনি আরও বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। তবে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব দেয়া হয়।

এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান। ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির পর পরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে।

গেল ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচার পত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামে। এপরিস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

কুয়েট বন্ধ থাকার মধ্যেই গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী ৪ মে ক্লাস শুরুর ঘোষণা দেয়া হয়। একই সাথে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। শিক্ষার্থীরা এটি প্রত্যাখান করে ১৫ এপ্রিল আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন। পরে ভিসির অপসারণের দাবিতে এক দফা নিয়ে আন্দোলনে মাঠে নামেন তারা। ২২ এপ্রিল বুধবার দুপুর ৩টা থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।  

এর পরিপ্রেক্ষিতেই ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুয়েট ভিসির পদত্যাগে ইবিতে আনন্দ মিছিল
২৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৫:৩০